নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: সোমবার ১,সেপ্টেম্বর :: বেইজিংয়ে চলতি বহুপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপস্থিতিতেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন।
বক্তব্যে মোদী স্পষ্ট করে দেন, “সন্ত্রাসবাদ মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি। যারা সন্ত্রাসকে প্রশ্রয় দেয় বা তা থেকে সুবিধা নেয়, তাদের বিচ্ছিন্ন করতেই হবে।” তিনি আরও জানান, সীমান্ত পেরিয়ে সন্ত্রাস রফতানি বন্ধ না হলে আঞ্চলিক শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। পাকিস্তানের দিকে ইঙ্গিত করেই মোদী বলেন, “শান্তি আলোচনার পথে আসতে হলে প্রথমে সন্ত্রাসে লাগাম টানতে হবে।”
চীনের মঞ্চ থেকে সরাসরি এই বার্তা দিয়ে মোদী আসলে পাকিস্তানকেই লক্ষ্য করেছেন বলে কূটনৈতিক মহলের অভিমত। শেহবাজ শরিফ যদিও এ বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি।