নিজস্ব সংবাদদাতা :: কৃষ্ণনগর :: নদীয়া :: হাঁসখালী :: সংবাদ প্রবাহ :: নদীয়ার হাঁসখালীর গাজনায়, গাজনা গ্রাম পঞ্চায়েতের সামনে অভিনব চুরি ধরা পরল পঞ্চায়েতের একেবারে সামনে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের রাস্তায় ।ভারতবর্ষের উন্নয়নের যে মূল তিনটি ধারা তার ভেতরে একটি হল প্রধানমন্ত্রী সড়ক যোজনা। কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে প্রধানমন্ত্রী সড়ক যোজনার পরিবর্তে লেখা হয়েছে বাংলা গ্রাম সড়ক যোজনা । প্রধানমন্ত্রী কথাটি উল্লেখ নেই ।যে রাস্তাগুলো প্রধানমন্ত্রী সড়ক যোজনা নামে নামাঙ্কিত ছিল সেই রাস্তাগুলো হঠাৎই বাংলা গ্রাম সড়ক যোজনা নামে পরিবর্তিত হয়ে যায়।
বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা থেকেই এই আবির্ভাব। কিন্তু হঠাৎই কেন্দ্র থেকে সেই সকল রাস্তা পরিদর্শনে আসছে শুনে ঘুম উড়েছে সরকারী আধিকারিকদের ।
তড়িঘড়ি বাংলা গ্রাম সড়ক যোজনা মুছে আবারো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকারের ব্লক স্তরের আধিকারিকেরা। তারই এক্সক্লুসিভ ছবি ধরা পড়লো সংবাদ প্রবাহের ক্যামেরায়।