নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: শুক্রবার ১৮,সেপ্টেম্বর :: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে ঘাড় ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বার করে দেওয়ার অভিযোগে উঠলো বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপে বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চমাধ্যমিক বিদ্যালয়।
ঘটনার জেরে অসুস্থ হয়ে এই মুহূর্তে ভর্তি কাকদ্বীপ মহকুমা সুপার ফেসিলিটি হাসপাতালে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিযোগ,” বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ত্রিদিব বারুই হঠাৎ করে বিদ্যালয়ে এসে একটি কাগজে সই করে রিসিভ করে নেওয়ার কথা দাবি জানায়।
বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো সম্ভব হয়নি তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থানায় লিখিত কমপ্লেন করবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তারও করে। কিন্তু গ্রেপ্তারির ১২ ঘন্টার মধ্যেই তৃণমূল নেতার জামিন হয়ে যাওয়ায় পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে।
আইনজ্ঞদের একাংশের বক্তব্য, শিক্ষককে স্কুল চত্বরে গায়ে হাত দেওয়া, মারধর, হুমকির মতো গুরুতর অভিযোগ থাকলেও লঘু ধারায় মামলা করা হয়েছে। যার জেরেই জামিন পেয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা।
অভিযুক্ত তৃণমূল নেতা ত্রিদিব বাড়ুই শুধু একজন পঞ্চায়েত সদস্যই নন, স্কুল পরিচালন সমিতির সভাপতি পদেও রয়েছেন তিনি। এর আগেও একাধিকবার হুমকি-দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।