সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: সোমবার ১০,মার্চ :: সোমবার ভাঙড়ের হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা। পাশাপাশি ভোজেরহাট শ্যামবাজার রোডে প্রতীকী অবরোধ করে ছাত্র-ছাত্রীরা। ভর্তি ফি বৃদ্ধি ,নতুন হেড মাস্টার নিয়োগ সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির বিরুদ্ধে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি।
টিচার ইনচার্জের অপসারণই এদিনের ছাত্র ছাত্রীদের বিক্ষোভের মূল কারণ বলে এদিন জানা গিয়েছে।ঘটনাস্থলে পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। এ বিষয়ে মুহাম্মদ শাজাহান শেখ নামে এক ছাত্র বলেন, আমাদের প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত।
স্কুলের জিম ঘর করার জন্য ছয় লক্ষ টাকা বরাদ্দ হয়েছে সেই টাকা আত্মসাৎ করেছেন উনি । এমন কি স্কুলের রং থেকে শুরু করে মিড ডে মিল সমস্ত টাকাই আত্মসাৎ করেছেন উনি। ওনার দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি আমরা ওনার পরিবর্তন নতুন প্রধান শিক্ষক এই স্কুলের নিয়োগ করা হোক।
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়ন করা হয়েছে।