‘প্রফেসর’ লুকে কৌতূহল বাড়ালেন ববি দেওল

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: বিনোদন ডেস্ক :: মঙ্গলবার ১৪,অক্টোবর :: সিনেমার গৌণ চরিত্র হয়েও ‘অ্যানিম্যাল’-এর সুবাদে মারাত্মক শোরগোল ফেলে দিয়েছিলেন ‘লর্ড ববি’। সম্প্রতি আরিয়ান খানের সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এও বহুল প্রশংসিত হয়েছে ববি দেওলের খলচরিত্র।

বলিউডে নতুন ইনিংস শুরু করে ববি দেওল যে অপ্রতিরোধ্য, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। এবার ‘প্রফেসর হোয়াইট নয়েস’ লুকে সাড়া ফেলে দিলেন অভিনেতা।কাপুর এবং ‘খান-দানে’র পাশাপাশি বলিউডে এখন ‘টক অফ দ্য টাউন’ দেওল পরিবার। খুব আক্ষেপের সুরে ধর্মেন্দ্র বলেছিলেন, “বলিউড কোনওদিন দেওল পরিবারকে যোগ্য সম্মান দেয়নি।” কিন্তু ‘গদর ২’ এবং ‘অ্যানিম্যাল’ দিয়ে হিন্দি সিনে ইন্ডাস্ট্রিকে যোগ্য জবাব ছুড়েছেন ‘দেওল ব্রাদার্স’।

এবার যশরাজ ফিল্মসের পরবর্তী স্পাই ইউনিভার্সের জন্য ববিকে যে লুকে দেখা গেল, তাতে কৌতূহলের পারদ চড়েছে দর্শক-অনুরাগী মহলে। পরনে কালো ফ্রেমের চশমা। কাঁধ পর্যন্ত চুল শক্ত করে পনিটেল বাঁধা।

গোঁফে বয়সের পাক ধরেছে! ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে ধরা দিয়ে ববি দেওলের আগাম বার্তা- ‘পপকর্ন নিয়ে বোসো। শুরু হচ্ছে। আগুন লাগিয়ে দেব।’

যদিও কোন সিনেমার জন্য এহেন লুক এখনই সেটা ফাঁস করেননি ববি, তবে কানাঘুষো যশরাজের নতুন গোয়েন্দা ব্রহ্মাণ্ডের এহেন লুকেই বড়চমক দেবেন ববি দেওল। জল্পনা জিইয়ে রেখে অভিনেতা বললেন, ‘আগামী ১৯ তারিখ ফাঁস করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =