নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বক্রেশ্বর :: শনিবার ১৫,জুন :: দিন কয়েক তীব্র দাবদাহের পর আজ বীরভূম জেলার বেশ কয়েকটি জায়গায় সন্ধ্যার দিকে ব্যাপক ঝড় বৃষ্টি হয়। আর এই প্রবল ঝড় বৃষ্টিতে ভেঙে পড়লো দুটি গাছ । একটি হল বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের গোয়ালিয়ার পঞ্চায়েত সংলগ্ন বহু প্রাচীন অশ্বত্থ বা পাকুড় গাছ।
শতাধিক প্রাচীন এই গাছটি পাখিদের বাসস্থান ,বহু মানুষের আশ্রয়স্থল। গাছটি ভেঙে যাওয়াই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । বেঁকে যায় বিদ্যুতের খুঁটি। পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। দুবরাজপুর থেকে বক্রেশ্বর যাওয়ার রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে । স্থানীয় মানুষ উদ্ধার কাজে নেমে পড়ে । পাশাপাশি প্রশাসন দপ্তরকেও এ ব্যাপারে অবগত করা হয় ।
স্থানীয় ক্লাবের সদস্য সন্দীপ চৌধুরী বলেন শীঘ্রই এখানে একটি গাছ লাগানো হবে। এছাড়াও বক্রেশ্বর ধামের মূল মন্দির সংলগ্ন একটি বহু প্রাচীন কৃষ্ণচূড়া গাছ ঝড়ে ভেঙ্গে যায় । হতাহতের কোন খবর না থাকলেও একটি সাইকেল ভেঙে যায়। এ ব্যাপারে মন্দিরের সেবাইত দেবনাথ মুখার্জি জানান আমরা যখন মন্দিরে ভেতরে রয়েছি ঠিক তখনই এমন বিপর্যয়।