নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: শনিবার ২৬,অক্টোবর :: দানার প্রকোপে প্রবল বৃষ্টিতে মাথায় হাত সুন্দরবনের চাষিদের।এবার উপায় বলে দিতে এগিয়ে এলো নিমপীঠ রামকৃষ্ণ কৃষি বিজ্ঞান কেন্দ্রের একাধিক কৃষি বিশেষজ্ঞরা।
দানার পরবর্তী বৃষ্টির পরের সময়ে সবজি ক্ষেতের পরিচর্যা করতে হবে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় দানার দাপটে ঝড়ের পাশাপাশি প্রবল বৃষ্টিতে চরম সমস্যায় পড়েছেন কৃষকরা।
কোথাও সবজি ক্ষেতে জল আবার কোথাও সবজি গাছ নুইয়ে পড়েছে। এর ফলে পচন ধরতে পারে সবজিতেও। সেজন্য ঝড় ও বৃষ্টির পর সবজি ক্ষেতের পরিচর্যা খুবই জরুরী। কারণ জমিতে অতিরিক্ত জল জমলে শিকড়ের ক্ষতি হতে পারে এবং শিকড় পচার ঝুঁকি বাড়ে।
আর্দ্র পরিবেশে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ ও বৃদ্ধি পায়, যা গাছের ক্ষতি করে। সঠিক যত্ন না নিলে ফসলের উৎপাদন কমে যেতে পারে। তাই এ সময়ে উৎপাদন বাড়াতে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে শনিবার সকালে জানালেন নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের হেড তথা সিনিয়র কৃষি বিজ্ঞানী ড: চন্দন কুমার মন্ডল।
তিনি এদিন এও বলেন, প্রথমেই বৃষ্টির পর জমিতে জল জমে থাকলে তা দ্রুত সরিয়ে ফেলুন এবং শিকড়ের আশেপাশে ভিজে মাটি আলগা করে দিন। এরপর হেলে পড়া সবজির চারা বা গাছ সোজা করে দিন এবং গাছের নীচের দিকের পাতা ও অপ্রয়োজনীয় ডাল ছাঁটাই করে ফেলুন।
বৃষ্টির পর মাটির পুষ্টি কমে যেতে পারে, তাই জমিতে সঠিক পরিমাণে জৈব বা রাসায়নিক সার প্রয়োগ করুন। বেগুন, লংকা, টমেটোতে ঢলে পড়া রোগ প্রতিরোধে কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাক নাশক স্প্রে করুন।
জল জমে থাকায় এসময় শসা, বাঁধাকপি, ফুলকপি, করলা, পেঁপে, মিষ্টি কুমড়ো , তরমুজ ও লাউয়ের গোড়া পচা রোগ দেখা দিতে পারে তাই আগাম বায়োডারমা পাউডার ছত্রাকনাশক হিসাবে স্প্রে করতে পারেন।
বৃষ্টির পর অতিরিক্ত স্যাঁতসেঁতে পরিবেশে ফাঙ্গাস দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এসময় সবজির জমিতে জমে থাকা জল বের করে দিয়ে কার্বোজায়িম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করুন।নিয়মিত গাছ গুলির দিকে নজর রাখতে হবে চাষিদের।