সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২৯,আগস্ট :: প্রবল বৃষ্টিপাতের দরুন বাড়ির উপর ভাঙলো দেওয়াল। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য। ভেঙে যাওয়া দেওয়াল একটি টোটোর উপরে পড়ার কারণে টোটোটি ক্ষতিগ্রস্ত হয়, এমনটাই সূত্রে খবর।
ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী ২ নম্বর অঞ্চলের অন্তর্গত চতুরাগজ এলাকায়। তবে বরাত জোরে প্রাণে বাচেন বাড়ির সদস্যরা। এমনটাই অনুমান করা হচ্ছে রাতভর বৃষ্টিপাতের দরুন মাটি নরম হয়ে যাবার কারণে দেওয়াল ভেঙে পড়ে।