নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: সোমবার ২৫,আগস্ট :: প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে গেল পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। হাসপাতালের ওয়ার্ড থেকে শুরু করে সমস্ত বিভাগে জল ঢুকে পড়ায় সমস্যায় পড়েন রোগী ও তাদের পরিবারের সদস্যরা।
শুক্রবার সকালে বৃষ্টি বন্ধ হওয়ায় জল কিছুটা কমলেও। হাসপাতাল চত্বরে জমা জলের ওপর দিয়েই হাসপাতালে প্রবেশ করছেন রোগী ও তাদের পরিবারের সদস্যরা। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছে সকলকে। হাসপাতালে আসা রোগীরা জানিয়েছেন, এমন বৃষ্টি তারা বিগত দিনে দেখেননি।সারারাত ধরে বৃষ্টির জেরে হাসপাতালের বেডের ওপরে বসে রাত পার করতে হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালের জমা জল নিষ্কাশনের কোন রকম উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ। হাসপাতালের চিকিৎসক রথীন মুখার্জি জানিয়েছেন। প্রবল বৃষ্টির জলের সাথে নিকাশি নালার জল হাসপাতালের ভেতরে ঢুকে গিয়েছিল।
তবে সকাল থেকে কিছুটা হলেও জল কমেছে।এখনো ওয়ার্ডের ভিতরে জল জমে আছে। তবে জল নিষ্কাশনের এখনো প্রক্রিয়া শুরু হয়নি।