নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ত্রিবেণী :: শুক্রবার ৭,ফেব্রুয়ারি :: প্রয়াগরাজের পর বাংলায় কুম্ভমেলা ,হুগলি জেলার ত্রিবেণী তে আগামী ১১ তারিখ থেকে ১৩ তারিখ তিন দিন ধরে অনুষ্ঠিত হবে কুম্ভমেলা ১২ তারিখ হবে শাহি স্নান, ইতিমধ্যেই প্রয়াগ থেকে আসতে শুরু করেছেন সাধু সন্তরা ।
কুম্ভ মেলার মাঠ ঘাট সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন হুগলি জেলা প্রশাসনের আধিকারিকরা ছিলেন সদর মহাকুমা শাসক স্মিতা শুক্লা সান্যাল, বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী ,
সদর মহাকুমা শাসক স্মিতা শুক্লা সান্যাল
উপ পৌর প্রধান শিল্পী চ্যাটার্জী এছাড়া সেচ দপ্তরের আধিকারিক, পি ডব্লিউ ডির আধিকারিক , সিভিল ডিফেন্স ,বিদ্যুৎ দপ্তর ,ফ্রায়ার বিগ্রেড ,স্বাস্থ্য দপ্তর সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ।
এদিন সপ্তর্ষি গঙ্গার ঘাট ,ত্রিবেণী ফুটবল মাঠ ও সাধুদের থাকবার জায়গা ঘুরে দেখলেন সদর মহকুমা সহ প্রশাসনের আধিকারিকরা। মহকুমা শাসক বলেন প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হচ্ছে
ইতিমধ্যেই বহুবার বৈঠক হয়েছে কোথায় কি কি লাগবে সেগুলোই আজকে ঘুরে দেখা হলো পাশাপাশি কোথায় পুলিশের ড্রপ গেট কোথায় পুলিশ ক্যাম্প হবে সেই জায়গা গুলো দেখা হলো
এবং গঙ্গায় স্পিড বোটের ব্যবস্থা থাকছে মোট তিনটি ঘাটে স্নান করা যাবে এবং শিবপুরে পুরনো যে কোয়াটার গুলি আছে সেগুলো কোনোরকম ভাবে ব্যবহার করা যাবে না । মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয় জেলা প্রশাসন সব রকম ভাবে আমাদের সহযোগিতা করছে।
বাঁশবেড়িয়া পৌরসভার উপ পৌর প্রধান বলেন পৌরসভার পক্ষ থেকে যা যা করার সব রকম ব্যবস্থা করা হবে। প্রয়াগরাজ থেকে কুম্ভ মেলায় আসা এক সাধু বলেন আজ সবাই একসাথে এসেছিলেন সবাই ঘুরে দেখলেন এখানকার ব্যবস্থা ভালো।