নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেদিনীপুর :: শনিবার ১,ফেব্রুয়ারি :: অবশেষে উর্মিলা ভূঁইয়ার মৃতদেহ এসে পৌঁছালো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ।। এখানেই ময়না তদন্ত সম্পন্ন হবে প্রয়াত উর্মিলা ভূঁইয়ার।
প্রসঙ্গত, প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় শালবনীর গুড়াইপাটনা গ্রামের ৭৯ বছর বয়সী উর্মিলা ভূঁইয়ার। তারই মৃতদেহ মেদিনীপুর মেডিক্যালে এসে পৌঁছাল। খবর পেয়ে হাসপাতালের মর্গে এসে উপস্থিত হোন রাজ্যের মন্ত্রী ডাঃ মানস ভূঁইয়া। রয়েছেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।