নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৯,নভেম্বর :: ‘‘আমরা বুঝতে পারছিলাম সংকট আসতে চলেছে। সরকার টিকুক না টিকুক, ঝুঁকি নিতেই হবে।” বুদ্ধদা (বুদ্ধদেব ভট্টাচার্য) সেই ঝুঁকিই নিয়েছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে সিপিআইএমের বর্ধমান জেলা কমিটির ডাকে প্রয়াত কমিউনিষ্ট নেতা সীতারাম ইয়েচুরি এবং বুদ্ধদেব ভট্টাচার্য্যের স্মরণে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্য্যকান্ত মিশ্র। প্রয়াত দুই বামপন্থী নেতা সম্পর্কে বলতে গিয়ে এদিন সূর্য্যকান্ত মিশ্র বলেন, কমিউনিষ্ট মতাদর্শ হচ্ছে প্রয়োগের।
কেবলমাত্র পুঁথি মুখস্থ করলেই হবে না। তা প্রয়োগের মাধ্যমে ভুল ত্রুটি সংশোধন করে এগিয়ে যেতে হবে সত্যের সন্ধানে। তিনি বলেন, পরপর কয়েকটি নির্বাচনের মধ্যে দিয়ে তাঁরা বুঝতে পারছিলেন ক্ষয় হচ্ছে বামপন্থী ভোটের।
আসন ঠিক থাকলেও কমছে ভোটার। তিনি এদিন বলেন, ৩৪ বছর বাংলায় ক্ষমতা থাকার পর বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ঘটালেও তাঁরা বুঝতে পেরেছিলেন তাঁরা আটকে গেছেন। কিছু একটা করতেই হবে। ঝুঁকি নিতেই হবে।