নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খড়দহ :: মধুমেহ রোগে আক্রান্ত হয়ে ঘরের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন খড়দহ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান তাপস পাল। আজ ভোর রাতে শারীরিক অসুস্থতা বোধ করতেই পরিবারের সদস্যরা তাকে খড়দহ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান । তার ঘণ্টাখানেকের মধ্যেই ওই হাসপাতালেই মৃত্যু হয় প্রাক্তন পৌর প্রধান তাপস পালের।
খরদহের বিধানসভা কেন্দ্র উপ নির্বাচনের প্রার্থী রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় উপনির্বাচনেও দলের হয়ে প্রচার অভিযান চালান তাপস বাবু ।নির্বাচনের প্রচার চালানোর সময় অসুস্থ হয়ে পড়েন খরদহের প্রাক্তন পৌর প্রধান তাপস পাল। গতকাল মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।তার মৃত্যুতে গভীর শোকের ছায়া খরদহে রাজনৈতিক মহলে।
এদিন তার মরদেহ পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্যের কৃষি মন্ত্রী তথা খড়দহের বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা চোখের জলে বিদায় দিলেন তাদের প্রিয় নেতা তাপস পালকে।