প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার বব সিম্পসন – শোকাহত ক্রিকেট দুনিয়া

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: ক্রীড়া ডেস্ক :: শনিবার ১৬,আগস্ট :: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কোচ শনিবার সিডনিতে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিম্পসনের কেরিয়ার দীর্ঘ ও গৌরবময়।

১৯৫৭ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলে জায়গা পান সিম্পসন। ১১ বছর খেলার পর ১৯৬৮ সালে তিনি ক্রিকেট থেকে অবসর নেন। ১৯৫৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দেশের হয়ে ৬২টি টেস্ট খেলে ৪৬.৮১ গড়ে ৪,৮৬৯ রান করেছেন এবং ৭১টি উইকেট নিয়েছেন।

১৯৬৮ সালে ক্রিকেট থেকে অবসর নিলেও, ১৯৭৭ সালে কেরি প‍্যাকারের বিশ্ব সিরিজ বিতর্কের সময় জাতীয় প্রয়োজনে সিম্পসন আবার ফিরে আসেন।

অধিনায়কত্বে তার ১০টি টেস্ট শতরান, একটি ত্রিশতরান এবং দুটি দ্বিশতরান উল্লেখযোগ্য। আলান বর্ডারকে সঙ্গে নিয়ে তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার ক্রিকেটে নবজাগরণ আসে। ১৯৮৭ সালে ইডেনে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =