নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: সোমবার ১১,আগস্ট :: প্রয়াত হলেন ধনেখালির প্রাক্তন বিধায়ক ফরওয়ার্ড ব্লকের কৃপাসিন্ধু সাহা। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ চুঁচুড়ায় সুরিপাড়ার বাড়িতে ৯১ বছর বয়সে মারা যান তিনি। কিছুদিন ধরে বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন কৃপাসিন্ধু।১৯৬৭ এবং ৬৯ দু’বার ধনেখালি বিধানসভা থেকে জেতেন তিনি। এরপর ১৯৭৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা ছ’বারে ওই একই আসন থেকে বিধায়ক নির্বাচিত হন। একবার বিধানসভায় ডেপুটি স্পিকারের পদও সামলেছেন। এ দিন বাড়িতে বামেদের পাশাপাশি তৃণমূল নেতৃত্বরাও তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন।