প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: শুক্রবার ১১,এপ্রিল :: প্রয়াত হলেন কানিং পূর্ব ও ভাঙড় বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যে প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভার বাকড়ি গ্রামে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালীন সময়ে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি।

বাম আমলে আব্দুর রেজ্জাক মোল্লা রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী ছিলেন। কলেজে পড়ার সময়ে জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। কমিউনিস্ট আন্দোলনের প্রতি আকৃষ্ট হন এবং কৃষক আন্দোলনের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন । তিনি ১৯৭৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ক্যানিং পূর্ব আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।

২০১১ সালের নির্বাচনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-সহ বামেদের তাবড় নেতারা হেরে গিয়েছিলেন। তবে সেবারেও নিজের কেন্দ্রটি ধরে রেখেছিলেন বরাবর নিজেকে “চাষার ব্যাটা” পরিচয় দিয়ে আসা ভাঙড়ের প্রাক্তন রেজ্জাক মোল্লা। ২০১১ সালের পর থেকেই সিপিএমের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হতে থাকে।

বিভিন্ন সময়ে দলকে অস্বস্তিতে ফেলে বেশ কিছু মন্তব্য করেছেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সিপিআইএম এর রাজ্য কমিটি রেজ্জাক মোল্লাকে তাঁর দলবিরোধী কার্যকলাপের জন্য দল থেকে বহিষ্কার করে। সিপিএম থেকে বহিষ্কার হওয়ার পর তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় তাঁর । ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয় তাঁকে।

জোড়াফুলের টিকিটে জয়ী হন তিনি । তৃণমূলের দাপুটে নেতা তথা ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লার রাজনৈতিক গুরু এবং রাজনৈতিক পথপ্রদর্শক হিসাবে বারবার উঠে এসেছে রেজ্জাক মোল্লার নাম। বার্ধক্য জনিত সমস্যার কারণে দীর্ঘদিন ধরে তিনি যখন ভুগছিলেন সেই সময় তাঁর সঙ্গে করতে বাড়িতে বার বার ছুটে গিয়েছেন শওকত মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 5 =