কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২৭,মার্চ :: জেলার ১০জন প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করলেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মূ। অভিযোগের তালিকায় রয়েছেন জেলাশাসক নীতিন সিংহনিয়া,জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।
শুধু তাই নয় তালিকায় জেলা প্রশাসনিক কর্তারা যেমন রয়েছেন তেমন রয়েছেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের পুলিশ থানার আধিকারিকেরা। খগেনবাবুর দাবী জেলার এই আধিকারিকেরা তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তণ পুলিশ কর্তা প্রসুন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নির্বাচনের কাজ করছেন। এই সকল আধিকারিকেরা নির্বাচনের কাজে যুক্ত থাকলে ভোট নিরপেক্ষ হবে না।
খগেনবাবু আরো বলেন নির্বাচন ঘোষনা হওয়ার পর এক বেসরকারী হোটেলে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অবস্থিত থানার পুলিশকর্তা,ব্লকের আধিকারিক সহ জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে গোপন বৈঠক করেছেন।তাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে জেলার প্রথম শ্রেনীর আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার লিখিত আবেদন করেেছন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মূ।
বিজেপির মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী খগেন মুর্মূর অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায়ের বলেন ভিত্তিহীন অভিযোগ। যখন কেউ হতাশাগ্রস্ত হন তখন এমনই বক্তব্য করেন।