প্রশাসনিক নির্দেশকে কার্যতা বুড়ো আঙ্গুল দেখিয়া বালি মাফিয়াদের দৌরাত্ম অব্যহত।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: রবিবার ২০,এপ্রিল :: প্রশাসনিক নির্দেশকে কার্যতা বুড়ো আঙ্গুল দেখিয়া বালি মাফিয়াদের দৌরাত্ম অব্যহত। সন্ধ্যা নামলেই বালি মাফিয়া দের দৌরাত্ম চলছে বিভিন্ন রাস্তায় রাস্তায় বলে বারবার অভিযোগ।

এবার বড়সড় অভিযান চালালো পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ। রাতভর জামালপুরের পাজরা কিষাণ মান্ডি এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত বালি বোঝাই চালান বিহীন ১৬ টি গাড়িকে আটক করা হয়।   চালক খালাসী মিলে মোট ১৭ জনকে আটক করেছে পুলিশ । আগামী দিনেও ধারাবাহিকভাবে নজরদারি চলবে।

বারবার প্রশাসনিক নিষেধাজ্ঞা সত্ত্বেও বালি মাফিয়াদের দৌরাত্ম যেন চলছেই। পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় ওভারলোড বালি বোঝাই গাড়ি যাতায়াত করছে। এর ফলে গ্রামীণ রাস্তা যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে,এলাকার মানুষও সেরকম যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছে ।

এবার কড়া পদক্ষেপ নিলো জামালপুর থানার পুলিশ। অতিরিক্ত বালী বোঝাই চালান বিহীন প্রত্যেকটি গাড়ির উপর নির্দিষ্ট ধারায় মামলা করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =