নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগর :: মঙ্গলবার ১২,নভেম্বর :: প্রশাসনিক বৈঠকে কাটলো জট স্বাভাবিক ছন্দে ফিরল ভেসেল পরিষেবা। দু দফা দাবিকে সামনে রেখে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ভেসেল পরিষেবা বন্ধ সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ ভেসেল পরিবহন নিগম জলপথের সমস্ত শাখার শ্রমিকেরা।
বেতন পরিকাঠামো চালু ও ঠিকাদারি প্রথা বাতিল ও সকল কর্মীকে সংস্থার নিজস্ব চুক্তিতে নিয়োগ করতে হবে। এমনই দাবিকে সামনে রেখে সোমবার থেকে সমস্ত জলপথের ভেসেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্মীরা। সপ্তাহের প্রথম দিন ভেসেল পরিষেবা বন্ধ থাকলে সমস্যার মধ্যে পড়তো নিত্যযাত্রীরা।
যাত্রী সাধারণ ও এলাকার মানুষদের কথা মাথায় রেখে। রবিবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ পরিবহন দপ্তরের একাধিক মন্ত্রী ও আধিকারিকেরা এবং গঙ্গাসাগর বকখালি ডেভেলাপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।
দফায় দফায় বৈঠকের পর অবশেষে কাটে জট। প্রশাসনিক আশ্বাসে যাত্রী সাধারণের কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য ভেসেল পরিষেবা, বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে পিছু হটে আন্দোলনকারীরা। অবশেষে সপ্তাহের প্রথম দিন সোমবার থেকেই জেলার সমস্ত জলপথ গুলিতে স্বাভাবিক ছন্দে ফেরে ভেসেল পরিষেবা।