নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: রাণীনগর :: মঙ্গলবার ২০,জানুয়ারি :: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাণীনগর ১ ব্লকের রাজনৈতিক সমীকরণ ক্রমশ উত্তপ্ত হচ্ছে।
এলাকার একাধিক নাগরিক সমস্যা এবং জাতীয় স্তরের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আজ রাণীনগর ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে একটি কড়া স্মারকলিপি প্রদান করল ব্লক কংগ্রেস কমিটি।
ব্লক সভাপতি হানিফ মিঞা এবং সহ-সভাপতি জুলফিকার আলীর নেতৃত্বে আজ কয়েকশো কর্মী-সমর্থক মিছিলে শামিল হন। এদিনের কর্মসূচিতে শাসক দলের প্রতি তীব্র আক্রমণ শানান কংগ্রেস নেতৃবৃন্দ। তাঁদের দাবি, এলাকার বর্তমান বিধায়ক সৌমীক হোসেনের জনপ্রিয়তা বর্তমানে তলানিতে।
গত কয়েক বছরে ব্লকের উন্নয়নমূলক কাজ থমকে যাওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। কংগ্রেস নেতৃত্বের দাবি, বিধায়কের উদাসীনতার জবাব মানুষ আসন্ন ভোটেই দেবেন।
কংগ্রেসের ডেপুটেশনের দাবিগুলি হল, এস আই আর এর নামে রাজ্য ও কেন্দ্র সরকার যোগসাজশভাবে সাধারণ মানুষকে হয়রানি, ওয়াকফ সংশোধনী আইন বাতিল, ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, রাস্তার বেহাল দশা, এবং রাণীনগর হাসপাতালের চিকিৎসক ও পরিকাঠামোর অভাব মেটানো ইত্যাদি।

