নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: প্রশাসনের সৌজন্যে ঐতিহ্যবাহি বিষ্ণুপুরের রথযাত্রায় নয়া পালক যোগ হলো। মল্লরাজাদের আমল থেকে উল্টোরথের শোভাযাত্রার সাক্ষী থেকেছেন এই শহরের মানুষ। এবার প্রশাসনের আন্তরিক সহযোগীতা ও বিষ্ণুপুরবাসীর উদ্যোগে প্রতিকী রথ নিয়ে শহরময় পরিক্রমা করলো বর্ণাঢ্য শোভাযাত্রা।
এদিন রামশঙ্কর মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাঠিনাচ, বাউল, ফকির, দরবেশ সাঁইয়ের গান আর নাচ সহযোগে রসিকগঞ্জ বাসস্ট্যাণ্ড, গোপালগঞ্জ, কৃষ্ণগঞ্জ, মাধবগঞ্জ ঘুরে শহরের বোলতলাতে এসে ঐ শোভাযাত্রা শেষ হয়।
এদিনের এই শোভাযাত্রায় শহরবাসীর সঙ্গে পা মেলালেন ও পুরীর রথযাত্রার আদলে ঝাড়ু হাতে রাস্ত পরিস্কারের কাজে হাত লাগালেন স্থানীয় বিধায়ক তন্ময় ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ, গণেশ বিশ্বাস, এস.ডি.পি.ও কুতুবউদ্দিন খান, আই.সি অতনু সাঁতরারা।
কলকাতা থেকে এসে এই অনুষ্ঠানে যোগ দেওয়া একটি সংস্থার সদস্য মধুশ্রী চৌধুরী বলেন, ভীষণ ভালো লাগছে। বাংলার এক গৌরবময় জনপদে এসে নিজেদের ধন্য মনে করছি। সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত থাকার সুবাদে সংস্কৃতির এই শহরে এসে অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে।
একই সঙ্গে বাউল, ফকির, দরবেশ সাঁইয়ের গানের পাশাপাশি রবীন্দ্রনাথের গানকে সঙ্গে রেখেই তাঁরা অনুষ্ঠান সাজিয়েছেন বলে তিনি জানান।
কলকাতা থেকে এসে এই অনুষ্ঠানে যোগ দেওয়া একটি সংস্থার সদস্য মধুশ্রী চৌধুরী বলেন, ভীষণ ভালো লাগছে। বাংলার এক গৌরবময় জনপদে এসে নিজেদের ধন্য মনে করছি। সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত থাকার সুবাদে সংস্কৃতির এই শহরে এসে অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। একই সঙ্গে বাউল, ফকির, দরবেশ সাঁইয়ের গানের পাশাপাশি রবীন্দ্রনাথের গানকে সঙ্গে রেখেই তাঁরা অনুষ্ঠান সাজিয়েছেন বলে তিনি জানান।