নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ১৫,অক্টোবর :: প্রসবকালীন শিশুর মৃত্যু জেরে ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়ার খাতড়া মহকুমা হাসপাতালে। হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিক্ষোভ পরিজনদের। তাঁদের সাফ কথা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গাফিলতিতেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে শিশুটিকে। দোষীদের কঠোর শাস্তির দাবিও ওঠে।
সূত্রের খবর, বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের সুরুলিয়া গ্রামের গৃহবধূ বৃষ্টি দুলে। এদিন ভোরে প্রসব যন্ত্রণা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে প্রসূতিকে লেবার রুমে নিয়ে গেলেও পরে প্রসুতিকে সেখান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
শেষ পরিস্থিতি এমন দাঁড়ায় যে ছুটে যেতে হয় খাতড়া থানার পুলিশকে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন ক্যামেরার সামনে কোনও বক্তব্য রাখতে না চাইলেও অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানাচ্ছেন। ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি গোটা হাসপাতালেই।