সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলপি :: কুলপি ব্লকের চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর হরিশপুর হরিজন এফ পি স্কুলে ১০১ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক প্রসূতি মাকে মিড ডে মিলের খাবার আনতে গিয়ে মারধরের অভিযোগ উঠল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনি দেবলা সরদারের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা।এই ঘটনায় ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ওই দিদিমণিকে গ্রেপ্তার করে ঢোলাহাট থানার পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৫, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা রুজু করে । তাকে কাকদ্বীপ মহাকুমা আদালতে তোলা হয় ।
অভিযোগ,কুলপি ব্লকের চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের আকড়া বেড়িয়ার বাসিন্দা দেবলা সরদার একা চন্ডিপুর হরিশপুর এফ পি স্কুলে ১০১ নং, হালদারপাড়া ৪১২ ও আকড়া বেড়িয়ায় নিজের বাড়িতে তিনটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাত। কিন্তু দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চাদের খাবার ঠিকমতো দিত না। এমনকি লকডাউনের সময় বাচ্চাদের ঠিকমতো খাবার দিত না ওই দিদিমনি।
বিজ্ঞাপন
সব সময় বাচ্চাদের সঙ্গে অভদ্র ব্যবহার করত। কিছু বললে মারধর করা হত বাচ্চাদের। প্রতিবাদ করলে হুমকি দিত ঐ দিদিমণি। সেই অভিযোগে গত বছর তাকে পুলিশ গ্রেপ্তার করে। পরে আদালত থেকে ছাড়া পায় দেবলা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যদিনের মতো শুক্রবার সকালে চন্ডিপুর হরিশপুর হরিজন এফ পি স্কুলে ১০১ নং আইসিডিএস সেন্টারে ডে মিলের খাবার আনতে যান এক প্রসূতি মা। তাকে খাবার না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। পরদিন যথারীতি ওই সেন্টারে খাবার আনতে যান ওই প্রসূতি মা।
বিজ্ঞাপন
খাবারের সঙ্গে ডিম না থাকায় ওই দিদিমনির কাছে ডিম চান ওই প্রসূতি মা। কিন্তু তা দিতে অস্বীকার করে ওই দিদিমণি। প্রতিবাদ করলে ওই প্রসূতি মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মাটিতে ফেলে পেটে লাথি মারা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন ওই প্রসূতি মা।
এই খবর চাউর হতেই গ্রামবাসীরা এসে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে জড়ো হয়। এরপর পালিয়ে যায় ওই দিদিমণি। এই ঘটনায় গ্রামবাসীদের পক্ষ থেকে ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে দেওয়া সরদারকে।