নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ৮,জানুয়ারি :: চাকরির দাবিতে আবারও উত্তাল তিলোত্তমা। নিয়োগের দাবিতে ফের রাজপথে নামলেন কয়েকশো আপার প্রাইমারি চাকরিপ্রার্থী। দাবি—‘দীর্ঘ ১১ বছরের বঞ্চনা আর কর্মহীনতার যন্ত্রণা নিয়ে আজ তাদের প্রতীকী নবান্ন অভিযান।’
আন্দোলনকারীদের আরও দাবি, ‘দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তারা নিয়োগের অপেক্ষায় দিন গুনছেন। আজ এই মরণ-বাঁচন লড়াইয়ের মাধ্যমে তারা সরাসরি প্রশাসনের শীর্ষস্তরে নিজেদের যন্ত্রণার কথা পৌঁছে দিতে চান।’
শিয়ালদহ থেকে শুরু হয়ে এস.এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা Y চ্যানেলে পৌঁছায় এই মিছিল। চাকরির দাবিতে আন্দোলনের তীব্রতা বাড়াতে ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে রাস্তায় হামাগুড়ি দিয়েও প্রতিবাদ জানান কয়েকজন চাকরিপ্রার্থী।
এর জেরে কিছুক্ষণের জন্য ধর্মতলার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যান চলাচল ব্যাহত হয় । কিছুক্ষণের মধ্যে পুলিশ সম্পূর্ণ বিষয়টি নিয়ন্ত্রণে আনে।

