প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত সিকিম, বিকল্প পথে যান চলাচল কালিম্পং এর পথে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিকিম :: রবিবার ১৬,জুন :: লাগাতার বৃষ্টির কারণে বিপর্যস্ত পরিস্থিতি উত্তর সিকিমের। গরমের ছুটিতে সিকিমে বেড়াতে গিয়ে আটকে পড়ে প্রচুর পর্যটক। লাগাতার বৃষ্টিপাতের কারণে একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গনে ধসের জন্য প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।

লাগাতার বৃষ্টিপাতের কারনে বিপর্যয় পরিস্থিতি। প্রচুর মানুষ আহত হয়েছেন। সাধারণ জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে, মোবাইল নেটওয়ার্কের সমস্যা রয়েছে। রবিবারের পর থেকে এলাকার পরিস্থিতি ও অবস্থার উন্নতি হবে এমনটাই আশা করছে জেলা প্রশাসন।

এছাড়া তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয় কালিম্পং জেলার বেশ কিছু অংশ। তিস্তা বাজার এলাকাতে রাস্তা ভেসে গেছে নদীর জলের তরে। নদীর পার্শ্ববর্তী এলাকার বহুতলগুলির বেশিরভাগ অংশই জলের নিচে রয়েছে। ভয়ানক বিপর্যস্ত পরিস্থিতি। ছাঙ্গু যাওয়ার রাস্তা পুরোপুরিভাবে বিপর্যস্ত, নেই বললেই চলে।

বিকল্প পথে কালিম্পং যাওয়া যাবে। ছোট গাড়ি গুলি, লাভা, গরুবাথান হয়ে শিলিগুড়িতে যাতায়াত করতে পারবে। অপরদিকে বড় গাড়ি গুলো, পে ডং লাভা গরুবাথান হয়ে শিলিগুড়ির দিকে যাতায়াত করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − five =