প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূল নেতা খুনের ঘটনায় এখনও থমথমে মালদা মোথাবাড়ি থানার পাঠানপাড়া এলাকা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদা: :: প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূল নেতা খুনের ঘটনায় এখনও থমথমে মালদা মোথাবাড়ি থানার পাঠানপাড়া এলাকা। ঘটনার সাথে যুক্ত অভিযুক্ত ১৫জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার তাদের মালদা আদালতে তোলা হয়।

মৃত তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ি গিয়ে সমবেদনা জানিয়ে আসেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ ও সেচদপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদা জেলা পরিষদের অতিথি আবাসে বৃহস্পতিবার দুপুরে সাবিনা ইয়াসমিন বলেন ডিজে বাজানো নিয়ে বচসার ফলে আফজল মোমিনের হার্ট অ্যাটাক হয়। তার ফলে পড়ে যান এবং মৃত্যু হয়।

গ্রামের একদল যুবক বর্ষীয়ান এই ব্যাক্তিকে অসম্মান করেন। তাতে আফজল মোমিনের হার্ট অ্যাট্যাক হয় । বিষয়টি পুলিশ তদন্ত করছেন।বর্তমান সমাজ ব্যবস্থার কুফল এই ঘটনা। দোষীদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 15 =