প্রাক্তন ছাত্র তথা যুবনেতা নির্মল সরকারের স্মরণে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির

সজল দাসগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ২০,জুলাই :: প্রাক্তন ছাত্র তথা যুবনেতা নির্মল সরকারের স্মরণে বাঘাযতীন ক্লাবের কক্ষে আয়োজন করা হয় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির। এবার এই শিবির তৃতীয় তম বর্ষে পদার্পণ করল।প্রাক্তন ছাত্র ও যুবনেতা নির্মল সরকারের স্মরণে বিগত তিন বছর ধরে আয়োজন করা হয়ে আসছে এই রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির। এদিন সকাল থেকেই শুরু হয়, অনেকেই এসে রক্তদান করেন রক্তদান শিবিরে। পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরে অনেকেই চক্ষু পরীক্ষা করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =