কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: প্রাক্তন পঞ্চায়েত সমিতি সভাপতি ইতি রজকের মিষ্টির দোকানে হামলার অভিযোগ উঠল আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে। এমনকি সভাপতির স্বামীকে প্রাণ নাসের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে এলাকার ব্যবসায়ী গোপাল দাসের বিরুদ্ধে। যদিও ওই ব্যবসায়ী গোপাল দাসের পাল্টা অভিযোগ সভাপতির স্বামী নন্দ রজক রাতের অন্ধকারে তার দোকান ভাঙচুর চালিয়েছে। গোটা ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। এই ঘটনার জেরে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বলে খবর।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুর থানা থেকে ঢিলছড়া দূরত্বে মিষ্টির দোকান রয়েছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লক প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ইতি রজকের। পাশেই রয়েছে গোপাল দাস নামক স্থানীয় এক ব্যবসায়ী মোবাইলের দোকান। দীর্ঘদিন ধরেই ইতি রজকের সঙ্গে গোপাল দাসের দোকানে জায়গা নিয়ে গন্ডগোল।
ইতি রজকের অভিযোগ তার দোকানের অনেকখানি জায়গা দখল করে রেখেছে ওই ব্যবসায়ী। এ বিষয়ে কিছু বলতে গেলে লাগাদার হুমকি দেওয়া হচ্ছে। বেশ কিছু দিন ধরে গোপাল দাস দোকানের পেছনে বাড়ি নির্মাণ শুরু করেন। এমনকি ইতি রজকের জমিতে জোর করে পিলার নির্মাণের কাজও শুরু করেন।
এই ব্যাপারে ইতি রজক ও তার স্বামী নন্দ রজক, গোপাল দাস কে বাধা দিতে গেলে এই দুজনের উপরে হামলা চালায় ব্যবসায়ী গোপাল দাস। দেওয়া হয় প্রাণ নাশের হুমকি। মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে গোপাল দাসের বিরুদ্ধে।
অন্যদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত ব্যবসায়ী গোপাল দাস। গোপাল বাবুর দাবী তিনি নিজের জায়গাতেই বাড়ি করছেন। গতকাল উনি এলাকায় ছিলেন না। এই সুযোগ এ প্রাক্তন সভাপতির স্বামী নন্দ রজক ও তার দলবল নিয়ে তার দোকান ভাঙচুর চালায়। আমি এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ যদি কোন ব্যবস্থা না গ্রহণ করে তাহলে আমি নিজের হাতে আইন তুলে নেব।