প্রাক্তন পুলিশ আধিকারীক বঙ্কিম বিশ্বাস বিজেপিতে যোগ দেওয়ায় ক্ষুব্ধ বিজেপি কর্মিরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বৃহস্পতিবার ১১,ডিসেম্বর :: বিজেপি কর্মিরা আক্রান্ত হয়েছিল তার ওসি থাকার সময়,সেই প্রাক্তন পুলিশ আধিকারীক বঙ্কিম বিশ্বাস বিজেপিতে যোগ দেওয়ায় ক্ষুব্ধ বিজেপি কর্মিরা।

কলকাতায় বিজেপি দপ্তরে শুভেন্দু অধিকারী রাহুল সিনহা লকেট চট্টোপাধ্যায়দের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন সেই বঙ্কিম বিশ্বাস।হুগলির গুড়াপ সহ বিভিন্ন থানায় তিনি ওসি’র দায়িত্বে ছিলেন। হাওড়ার ব্যাটরা থানায় আইসি থাকা কালীন স্বেচ্ছাবসর নেন। চাকরি ছাড়ার পর বিজেপি দলে যোগ দিয়ে বিধানসভা ভোটের আগে রাজনীতির ময়দানে নেমে পড়লেন।

তার এই বিজেপিতে যোগ দেওয়া ভালোভাবে নিচ্ছেন না হুগলির বিজেপি কর্মিরা। গুড়াপে বঙ্কিম ওসি থাকা কালীন বিজেপি কর্মিরা অত্যাচারিত হয়েছিল বলে অভিযোগ বিজেপি সাধারন সম্পাদক সন্দীপ মুখোপাধ্যায়ের।

তার নিজের বাড়ি ভাঙচুর হয়েছিল। ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্রের কথামত ওসি বঙ্কিম বিজেপি কর্মিদের উপর নানা অত্যাচার করেছিলেন বলেও অভিযোগ।

চুঁচুড়ার বাসিন্দা বঙ্কিম বিশ্বাস বিধানসভায় বিজেপি টিকিটের দাবীদার বলে বিজেপি সূত্রে খবর। বিজেপি কর্মিদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে সেই প্রাক্তন পুলিশ আধিাকারীককে দলেরই কর্মিরা মেনে নেন কিনা তা অবশ্য সময়ই বলবে।

ধনিয়াখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র জানান,একুশের বিধানসভার আগেও চার্টার্ড বিমানে গিয়ে অনেকে বিজেপিতে যোগ দিয়েছিল। তৃণমূলের আসন আরো বেড়েছিল। কে বিজেপিতে যোগ দেবে না দেবে এটা নিয়ে তৃণমূল ভাবেনা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভোট হয়। আর উনি ওসি ছিলেন,ভারতী ঘোষ তো এসপি ছিলেন তার কি হল। বঙ্কিম বিশ্বাস যদিও এখনই এ প্রসঙ্গে কিছু বলতে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + ten =