নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২১,মে :: আধুনিক ভারত বর্ষের রুপকার, দেশের প্রাক্তন প্রধান মন্ত্রী তথা নিখিল ভারত কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি শ্রী রাজীব গান্ধীজির ৩৫ তম প্রয়ান দিবস উদযাপন করা হয় দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে, জেলা কংগ্রেস কার্যালয় বিধান ভবনে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জীবন মজুমদার, প্রদেশ যুব কংগ্রেসের সহ সভাপতি অভিষেক মালাকার, নগর কংগ্রেসের সভাপতি তপন পাইন, রাজেশ যাদব, রাজীব পাঠক, যুব কংগ্রেস নেতা রোহিত তেওয়ারি, ছাত্র পরিষদ নেতা শানওয়াজ হুসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ