নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: শনিবার ৩০,আগস্ট :: প্রাক্তন বিধায়ক হিসাবে পেনশন দাবি করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ও প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। বিধানসভার সাবেক সদস্য হওয়ার সুবাদে তিনি বিধায়ক পেনশনের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।
বিধানসভার নথি অনুসারে, ধনকর রাজস্থানের কিশনগড় থেকে জনতা দলের প্রার্থী হয়ে ১৯৯০ সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। সেই সময় তিনি স্বল্পকালীন মেয়াদে বিধায়ক পদে ছিলেন। আইন অনুযায়ী, একদিনও বিধায়ক পদে থাকলে পেনশনের দাবি তোলা যায়।
সেই অধিকারেই ধনকর তাঁর প্রাপ্য ভাতা ও সুবিধার জন্য আবেদন করেছেন। সূত্রের খবর, রাজস্থান বিধানসভা সচিবালয়ে তাঁর দাবি খতিয়ে দেখা হচ্ছে।
উপরাষ্ট্রপতি হওয়ার পরও প্রাক্তন বিধায়ক হিসাবে তিনি এই আর্থিক সুবিধা নিতে পারবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা একে ‘‘নৈতিক প্রশ্ন’’ বলে তুলে ধরছেন, অন্যদিকে সমর্থকদের বক্তব্য, সংবিধানসিদ্ধ অধিকার চাইছেন ধনকর।