নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক পারদ। দক্ষিণ ২৪ পরগনা জেলা যেন বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে রয়েছে।বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
স্থানীয় সূত্রে খবর,শুক্রবার রাত এগারোটা পাঁচ মিনিট নাগাদ বারুইপুর ১৬ নম্বর ওয়ার্ডের ধপধপি রোডে প্রাক্তন ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক নিকুঞ্জ বিহারী দাসের বাড়িতে হঠাৎই দুটি বোমা মারে দুষ্কৃতীরা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। প্রাক্তন ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক নিকুঞ্জ বিহারী দাসের পরিবার আতঙ্কিত হয়ে পড়েন।
খবর দেওয়া হয় বারুইপুর থানার পুলিশকে। নিকুঞ্জ বাবুর অভিযোগ, বাইকে করে এসে দুই দুষ্কৃতী তার বাড়িতে দুটি বোমা মেরেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে নিকুঞ্জ বিহারী বাবু। স্বাভাবিকভাবে পঞ্চায়েত ভোটের আগে বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন এলাকায় বোমা গুলি যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কি কারনে নিকুঞ্জ বিহারী দাসের বাড়ির লক্ষ্য করে বোমাবাজি টা তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।