প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তারক্ষী পরিবারের ১০ জনের আত্মীয় পরিজনদের চাকুরি! নতুন করে শোরগোল পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।

নিজস্ব সংবাদদাতা :: চণ্ডীপুর :: পূর্ব মেদিনীপুর :: সংবাদ প্রবাহ ::  শিক্ষাক্ষেএে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি আঁচ পৌঁছাল পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরে। এবার দুর্নীতির নজির পূর্ব মেদিনীপুর চণ্ডীপুরে একই পরিবারের অত্যন্ত ১০ জন স্কুল শিক্ষক। শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমন করে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন সিপিএম ও বিজেপির। পাল্টা কটাক্ষের জবাব দিয়েছে তৃনমূল কংগ্রেস। তারা নাকি সবাই রীতিমত যোগ্যতা দেখিয়ে প্রাথমিক স্কুলের শিক্ষক পদে চাকরি পেয়েছেন! এসিসি নিয়োগ দুর্নীতি মামলায় এরকমই পরিবারে কথা উঠে এসেছে। জানাগেছে সেই পরিবারের দশজনও প্রাথমিক স্কুলের শিক্ষক৷ কলকাতা হাইকোর্টে হলফনামার এই নামের তালিকা জমা পড়েছে। পরিবারের এক সদস্য পুলিশের চাকরি করেন। তিনি নাকি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দেহরক্ষী পদে নিযুক্ত ছিলেন। তার নাম বিশ্বন্তর মণ্ডল।

কিভাবে একই পরিবারে এতজন সদস্য একই বছরে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিপ্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত। বিচারকপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে এই হলফনামা জমা দিয়েছেন তিনি। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে। রমেশ মালিক নামে চাকরিপ্রার্থী হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা দায়ের করেন।

আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত ১০ জনের তালিকা জমা দিয়ে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানা এলাকায় বিশ্বম্ভর মণ্ডলের বাড়ী। শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি পার্থ চট্টোপাধ্যায় নিরাপত্তারক্ষী পদে ছিলেন। অভিযোগ বিশ্বম্ভর মণ্ডলের স্ত্রী রীনা মণ্ডল, দুই ভাই চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ বংশীলাল মণ্ডল ও দেবগোপাল মণ্ডল। মাসতুতো ভাই পূর্ণ মণ্ডল, মাসতুতো বোন গায়এী মণ্ডল, মেসোমশাই ভীষ্মদেব মণ্ডল, জামাই সোমনাথ পণ্ডিত, শ্যালক অরূপ মল্লিক, শালিকা অঞ্জনা মণ্ডল ও প্রতিবেশী অমলেশ রায়। 

যদিও ওই পরিবারের সদস্যদের দাবি তাদের বিরুদ্ধে সব কিছু মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। তারা নিয়ম মেনে সব করছেন। তাদের চাকরি পাওয়ার পেছনে বিশ্বম্ভর মণ্ডলের কোন ভূমিকা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =