নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৩১,জানুয়ারি :: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বর্তমানে হাসপাতালের শয্যাশায়ী। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি হঠাৎ করেই বেসরকারি হাসপাতালে স্থানান্তরের ইচ্ছা প্রকাশ করেন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এই বিষয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, “আমরা আগেও দেখেছি, তৃণমূলের বড় বড় নেতা-মন্ত্রীরা গ্রেফতার হওয়ার পর চিকিৎসার অজুহাতে এসএসকেএমে ভর্তি হতে চেয়েছেন। কিন্তু পার্থ চ্যাটার্জি কেন হঠাৎ বেসরকারি হাসপাতালে যেতে চাইছেন”?
তিনি আরও বলেন, “আমার বিশেষ সূত্র মারফত জানা গেছে, পার্থ চ্যাটার্জিকে দ্বিতীয় কিষাণজি বানানোর ষড়যন্ত্র চলছে। তাই তিনি হয়তো সেখান থেকে অন্য হাসপাতালে যেতে চাইছেন। তবে তাকে বলব, এই পাপ ধোয়ার কোনো উপায় নেই।”
এর আগে অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, কুনাল ঘোষের মতো নেতাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে দাবি করেন বিজেপি সাংসদ। পার্থ চ্যাটার্জির হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্তের পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।