নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জগদ্দল :: বৃহস্পতিবার ৬,নভেম্বর :: ২৭শে মার্চ জগদ্দল এর মেঘনা জুটমিলের সামনে গুলি চালানো ঘটনা ঘটেছিল। গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয় সেখান থেকে।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল তৃণমূলের কাউন্সিলর পুত্র নমিত সিং ও তার দলবলে সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং।
প্রাক্তন সাংসদের তাড়া খেয়ে রীতিমতো পালাতে দেখা গিয়েছিল তৃণমূলের নেতা কর্মীদের। যদিও তৃণমূলের তরফ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছিল অর্জুন সিং নিজের রিভলবার থেকে গুলি চালিয়েছে। সেই মর্মে প্রাক্তন সংসদের নামে এফআইআর করা হয়।
এমনকি এফআইআর কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সাংসদ। যদিও তার অভিযোগ ছিল গুলি অন্য কেউ চালিয়েছে সেই বিষয়ে সঠিক তদন্ত করা হোক। তার অনলাইন মারফত এফআইআর পুলিশ গ্রহণ করছে না।
বেশ কয়েকদিন আগেই হাইকোর্ট নির্দেশ দেয় গোটা ঘটনার ব্যারাকপুরের পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে সিট গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করতে হবে। সেই মর্মে জগদ্দল থানার পুলিশকে সাথে নিয়ে ব্যারাকপুর পুলিশের গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল ঘুরে দেখেন।
আজ হাইকোর্টের নির্দেশ মতোই ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং সশরীরে ঘটনার দিনের এফ আই আর দাখিল করতে আসেন জগদ্দল থানায়। যদিও তিনি বলেন, আমাকে ভয় দেখিয়ে কোন লাভ নেই। এই সরকারের পুলিশের উপর আমার কোন আস্থা নেই। আমি ভয় পাই না।

