নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ১২,ফেব্রুয়ারী :: প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরদারকে গ্রেপ্তারের প্রতিবাদে হাওড়া ময়দানে পথ অবরোধ ডি ওয়াই এফ আই কর্মীদের। ডি ওয়াই এফ আই কর্মীরা পঞ্চাননতলার যুব অফিস থেকে মিছিল করে হাওড়া ময়দানে আসেন। এরপর তারা হাতে সংগঠনের পতাকা নিয়ে রাস্তায় বসে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। ৪৫ মিনিট অবরোধের পর পুলিশ তাদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বেশ কয়েকজন ডিওয়াইএফআই কর্মীদের ধরে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়। এরপর তাদের হাওড়া থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আটক করে রাখা হয়েছে।
হাওড়া জেলার ডিওয়াইএফআই নেতৃত্বের অভিযোগ সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচার করলেও তাদেরকে পুলিশ ধরছে না। অথচ যারা এই নিয়ে সিপিএম নেতা নিরাপদ সরদারের মতো ব্যক্তি এবং গ্রামবাসীরা প্রতিবাদ করছেন তাদেরকেই উল্টে পুলিশ ধরছে। অবিলম্বে তাদের মুক্তির দাবি করেন ডিওয়াইএফআই।