নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: শুক্রবার ২৮,ফেব্রুয়ারি :: প্রাচীন পৌরাণিক রীতিনীতি মেনে কলেশ্বরের কলেশনাথ শিব মন্দিরের চূড়ায় বাঁধা হল মহাদেবকে পুজো দেওয়া ধ্বজা। মূলত প্রত্যেক বছরের মতো এ বছরও শিবরাত্রি উপলক্ষে শিবরাত্রির পরের দিন দুপুর একটা নাগাদ ভক্তদের দেওয়া ধ্বজা
প্রথমে কলেশনাথ শিবকে পুজো দেওয়া হয় তারপর বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে মন্দির পরিক্রমা করার পর সেই ধ্বজা মন্দিরে উঠে চুড়ায় বাঁধা হল। আর এই ধ্বজা বাধা দেখতে মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার মানুষ।
মূলত প্রত্যেক বছরই শিবরাত্রির পরের দিন ভক্তদের দেওয়া ধ্বজা পূজো দেওয়ার পর সেই ধ্বজা মন্দিরের চূড়ায় বাঁধা হয়ে থাকে আর আজ অর্থাৎ বৃহস্পতিবার ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কলেশনাথ শিব মন্দিরে বাধা হল মহাদেবের ধ্বজা।