নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: মঙ্গলবার ২৮,অক্টোবর :: সূর্যদেবের উপাসনা ও কৃতজ্ঞতা প্রকাশের অতি প্রাচীন বৈদিক উৎসব ছট পূজা মহা ধুমধামের সঙ্গে পালিত হলো মাথাভাঙ্গার সুতুঙ্গা ঘাটে। উপবাসী নারী-পুরুষেরা জলাশয়ে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করেন।
এই পূজার অন্যতম উদ্দেশ্য হলো প্রকৃতি, জল, বায়ু ও সূর্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পূজা পালিত হয়। পূজার দিনগুলোতে উপবাসী ভক্তরা নিরামিষ আহার গ্রহণ করেন এবং নদী বা জলাশয়ের ধারে সূর্যাস্ত ও সূর্যোদয়ে অর্ঘ্য দেন।
সুতুঙ্গা ঘাটে এই অনুষ্ঠানে বহু নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। নদীর পাড় জুড়ে সাজানো হয়েছিল ফুল, প্রদীপ ও কলার গাছ দিয়ে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

