নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শুশুনিয়া :: পুরো শুশুনিয়া জুড়ে মনসা পূজোর বিরাট ধুমধাম করে সাড়ম্বরে পালিত হচ্ছে ।ঐতিহ্যবাহী মা মনসার পুজো প্রাচীন রীতির নীতিমেনেই চলছে । জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই এই পুজোয় অংশগ্রহণ করেছেন।
মহা সমারোহে মায়ের প্রতিষ্টা ঘট বা বারি স্থানীয় এক পুকুর থেকে আনা হয়। মঙ্গল ঘট আনার সময় হাজার হাজার জনতার এবং ভক্তগণের উপস্থিতি লক্ষ্য করা যায়। পার্শ্ববর্তী বেশ কিছু গ্রাম থেকে ভক্তরা এই এই মঙ্গলঘট বা বারি দেখার জন্য ভিড় করেন। তাদের উৎসাহে বোঝা যায় এই পুজোর উন্মাদনা ।