নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: রবিবার ৫,অক্টোবর ::অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা। নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানে টানা প্রবল বর্ষণে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি।
শনিবার সকালে হঠাৎই চা বাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদী উপচে পড়ে শ্রমিক কলোনিতে ঢুকে যায় জল। মুহূর্তের মধ্যে তীব্র স্রোতে ভেসে মৃত অন্তত পাঁচজন চা শ্রমিক। এখনো পর্যন্ত নিখোঁজদের খোঁজ মেলেনি।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় প্রশাসন। ইতিমধ্যে উদ্ধারকাজে নেমেছে সিভিল ডিফেন্স, দমকল এবং এনডিআরএফের দল। ত্রাণশিবির খোলা হয়েছে বাগান সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে। নিরাপত্তার স্বার্থে বহু পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উঁচু জায়গায়।
স্থানীয়দের অভিযোগ, চা বাগানের ড্রেনেজ ব্যবস্থা ও বাঁধের অবস্থা দীর্ঘদিন ধরেই অরক্ষিত। ফলে এমন বিপর্যয় এড়ানো যেত যদি সময়মতো মেরামতির ব্যবস্থা নেওয়া হতো। জেলা প্রশাসন ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, “বৃষ্টি থামছিল না। হঠাৎই নদীর জল বাড়তে বাড়তে ঘরে ঢুকে পড়ে। চোখের সামনে মানুষ ভেসে গেল — কিছুই করতে পারিনি।”
এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। ফলে সতর্কতা জারি করেছে প্রশাসন।
ছবি :: সংগৃহীত