কলকাতা নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ৪,নভেম্বর :: প্রকৃতি যে তার ভারসাম্য হারাচ্ছে, তার আরও একটা উদাহরণ সামনে নিয়ে আসলো এই শ্যামা পোকা! কালীপুজোতে শ্যামা পোকার তাড়নায় আমরা বিরক্ত হয়ে উঠি। কিন্তু আশ্চর্যভাবে এ বছরের শ্যামা পোকার দেখা নেই। কিন্তু কেন?
এই নিয়ে প্রাণিতত্ত্ববিদেরা বলছেন যে শ্যামা পোকা একেবারে বিলুপ্ত হয় নি, তবে তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তাঁরা জানাচ্ছেন, শ্যামাপোকার এই কমে যাওয়ার কারণ প্রকৃতির পরিবর্তন এবং বিশেষ করে ঘূর্ণিঝড় ‘দানার’ প্রভাব। ধান চাষের মরসুমে শ্যামাপোকার সংখ্যা বৃদ্ধি পায় এবং অক্টোবরে এর উৎপাত শুরু হয়।
ধানগাছের গোড়ায় এই পোকা জন্মায়, এবং ধানগাছের রসই এদের প্রধান খাবার। এতে অনেক সময় ধান গাছের খুবই ক্ষতি হয়। আর এই সময় শ্যামা পোকার হাত থেকে ধান বাঁচাতে কৃষকরা অনেক কীটনাশক স্প্রে করে।
এই কারণ থাকা সত্ত্বেও শ্যামা পোকা জন্ম নিচ্ছিলো ও লড়াই করে বেঁচে ছিল। কিন্তু এবার ঠিক ওই সময় ‘দানা’ শ্যামা পোকা জন্মের পরিবেশ নষ্ট করে দিয়েছে। দানার ফলে ধান গাছের গোড়ায় জল জমে যায়। ঠিক ওই সময় শ্যামা পোকার জন্ময়। এবার সেই কারণেই তা এবার সেভাবে জন্মনোর সুযোগ পেলো না। তবে তা বিলুপ্ত হয় নি।