নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২১,ডিসেম্বর :: ‘প্রাণের গান,দেশের মান, বন্দেমাতরম’ এই ভাবনাকে সামনে রেখে শুরু হলো ২৬ তম ‘বর্ধমান পৌর উৎসব’। বর্ধমান পৌরসভার উদ্যোগে শহরের শাঁখারীপুকুর উৎসব-ময়দানে বর্ধমান পৌর উৎসব ২০২৫-এর উদ্বোধন করেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
উৎসব মঞ্চে উপস্থিত ছিলেন বর্ধমান-দক্ষিনের বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন অথরিটির চেয়ারম্যান উজ্জ্বল প্রামানিক, জেলাপরিষদের সহ-সভাধিপতি গার্গী নাহা,বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার, জেলা তথ্য সংস্কৃতিক আধিকারিক রামশঙ্কর মন্ডল সহ পৌরসভার কাউন্সিলরগন ও পৌর আধিকারিকরা।
এদিন দর্শকদের উদ্দেশ্য বাংলা সিনেমার দু’কলি গান গেয়ে মোহিত করে দেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই প্রথম বর্ধমান কোন মেলা উদ্বোধনে এলেন।
শীতকাল মানেই পিকনিক, মেলা, শীতকাল মানেই সাংস্কৃতিক মেলবন্ধন। তাই বর্ধমানে পৌর উৎসবে আসতে পেরে ভালো লাগছে। পাশাপাশি তাঁর অভিনীত লক্ষীকান্তপুর লোকাল সিনেমাটি দেখার জন্য সকলকে অনুরোধ জানান ঋতুপর্ণা। এদিন টলিউড অভিনেত্রীকে দেখতে দর্শকদের ভিড় উপছে পড়েছিল উৎসব-ময়দানে।

