নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ৬,সেপ্টেম্বর :: প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। ব্যাঙ্কশাল কোর্টে ইডি-র বিশেষ আদালতে শনিবার আত্মসমর্পণ করেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সাক্ষীদের প্রভাবিত করেছেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডি-র।
তাঁকে ৭ দিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী শুক্রবারের মধ্যে ইডি-র আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে হবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে, নির্দেশ ইডি-র বিশেষ আদালতের।আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। আদালত ১০০০০ টাকার ব্যক্তিগত বন্ডে চন্দ্রনাথ সিনহার জামিন মঞ্জুর করেছেন।
আদালত তাকে তার নির্বাচনী এলাকা থেকে সরে না যাওয়ার নির্দেশ দিয়েছে। তিনি মামলার কোনও সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না। পরবর্তী শুনানি ১৬ সেপ্টেম্বর