প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে হাওড়ায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::হাওড়া :: টেট উত্তীর্ণ অবশিষ্ট ডি এল এড প্রার্থীদের নিয়োগের দাবিতে হাওড়ায় শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ শিক্ষক পদপ্রার্থীদের। প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডি. এল.এড ঐক্যমঞ্চের পক্ষ থেকে মঙ্গলবার এই বিক্ষোভ দেখানো হয়। এদিন মিছিল করে শিক্ষা ভবনের সামনে পৌঁছান বিক্ষোভকারীরা।

ব্যানার, হাতে লেখা পোস্টার নিয়ে তাঁরা বিক্ষাভ প্রদর্শন করেন। পরে তাঁরা ডিআই’কে ডেপুটেশন দেন। বিক্ষোভকারীরা বলেন, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ২০১৪ সালের প্রাইমারী টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত সকল শিক্ষক পদপ্রার্থীকে অবিলম্বে নিয়োগ করতে হবে।তাঁদের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী ১৬,৫০০ এইরকম ক্যান্ডিডেটদের ধাপে ধাপে নিয়োগের প্রতিশ্রুতি দেন। কিন্তু ডাব্লুবিবিপিই’ র যে মেধা তালিকা প্রকাশ হয়, তাতে কয়েক হাজার ক্যান্ডিডেটকে ইনক্লুড করা হয়নি।

তাই তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি পালন করুন এবং টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্তদের সকলকেই অবিলম্বে চাকরির ব্যবস্থা করা হোক। এবং সেই নিয়োগ যেন স্বচ্ছতার সাথেই হয় সেই দাবিও তোলেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =