নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: শনিবার ৭,আগস্ট :: উত্তরের কৃষি ও চা বাগান সহ পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন নতুন ও পুরনো যানবাহন কেনার ক্ষেত্রে স্বল্প মধ্য ও দীর্ঘ মেয়াদী ঋ’ণ দেওয়ার
উদ্দেশ্যে উত্তরের প্রান্তিক জেলা শহর আলিপুরদুয়ারে পথ চলা শুরু হল বেসরকারি আ’র্থিক ঋ’ণ প্রদানকারী সংস্থার। উত্তরবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে প্রায় ৩০ টি জায়গায় এর শাখা রয়েছে এ বিষয়ে জানিয়েছেন সংস্থার অন্যতম জোনাল হেড ইন্দ্রজিৎ দাস।