প্রায় আট লক্ষ টাকা ব্যয়ে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মুড়াগাছি গ্রামে বসানো হবে সোলার সাব মার্সিবল পাম্প।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১৭,মে :: জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুনের উদ্যোগে পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় আট লক্ষ টাকা ব্যয়ে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মুড়াগাছি গ্রামে বসানো হবে সোলার সাব মার্সিবল পাম্প।

শনিবার ফিতা কেটে কাজের শিলান্যাস করলেন তিনি। উপস্থিত ছিলেন রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান একরামুল হক,পঞ্চায়েত সমিতির সদস্য কেরামুদ্দিন আহমেদ ও অঞ্চল সভাপতি আব্দুল কাদের সহ আরও অন্যরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ তিন বছর ধরে গ্রামে রয়েছে জল সংকট। গ্রীষ্মকাল শুরু হতেই জলস্তর অনেকটা নীচে নেমে গিয়েছে। গ্রামে পিএইচই’র পাইপ বসানো হলেও এখনও পর্যন্ত বাড়ি বাড়ি ট্যাপ কল কানেকশন হয়নি। দূর থেকে জল এনে খেতে হয় স্থানীয়দের। এলাকার একাংশ মানুষ মাঠের স্যালো মেশিন থেকে জল এনে খায় বলে দাবি।

গত পঞ্চায়েত নির্বাচনের সময় এলাকার মানুষ তৃণমূল নেত্রী মার্জিনার কাছে সাব মার্সিবল পাম্পের দাবি করেছিলেন। ভোটে জেতার পর স্থানীয়দের দাবিকে গুরুত্ব দিয়ে তিনি সোলার সাব মার্সিবল পাম্প বসানোর সিদ্ধান্ত নেন। এদিন তার শিলান্যাস করলেন। এতে তিন শতাধিক পরিবার উপকৃত হবে। খুশি এলাকার মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eleven =