প্রায় আড়াই টন সুপারি সহ একটি ট্রলারকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী।

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: নামখানা :: শনিবার ২৪,জানুয়ারি :: বকখালি থেকে মাত্র ৩ নটিক্যাল মাইল দূরে লোথিয়ান দ্বীপ সংলগ্ন এলাকায় একটি ভারতীয় ট্রলার থেকে প্রায় আড়াই টন বেআইনি সুপারি বাজেয়াপ্ত করে উপকূল রক্ষী বাহিনীর জওয়ানরা।

ট্রলারটি আটক করা সম্ভব হলেও রাতের অন্ধকারে সুযোগ বুঝে অন্য একটি ট্রলারে চড়ে চম্পট দেয় পাচারকারীরা।
উপকূল রক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, লোথিয়ান দ্বীপের কাছে সন্দেহজনকভাবে এফ বি লক্ষীনারায়ণ নামের একটি ট্রলারকে ঘোরাফেরা করতে দেখেন টহলরত জওয়ানরা। এরপরই হোভারক্রাফট এগিয়ে যেতেই ট্রলার থেকে দ্রুত পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। শুরু হয় মাঝসমুদ্রে রুদ্ধশ্বাস ধাওয়া।

ধাওয়া করার সময় দেখা যায়, পাচারকারীরা আটক হওয়া ট্রলার ছেড়ে দিয়ে অন্য একটি দ্রুতগামী ট্রলারে চড়ে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ‘এফবি লক্ষ্মীনারায়ণ’ নামের ভারতীয় ট্রলারটিকে আটক করে ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনী। সেটিতে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই টন (২৫০০ কেজি) সুপারি উদ্ধার করা হয় ।

এরপর ট্রলার এবং সুপারি বোঝাই বস্তাগুলি ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। আটক হওয়া ট্রলার এবং সুপারি ভর্তি বস্তা ফ্রেজারগঞ্জ উপকূল থানার কাছে হস্তান্তর করা হয় । পাচার হওয়া এই বিপুল পরিমাণ সুপারির বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 4 =