নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: রবিবার ২৯,জুন :: প্রায় ছকোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার হলো দুইজন। গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার পলাশীপাড়া থানার নেতৃত্বে একটা টিম তল্লাশী চালিয়ে আনুমানিক ৭ কেজি ৫০০ গ্রাম হেরোইন যার বাজার মূল্য প্রায় আনুমানিক ৬ কোটি টাকা সহ ২ জনকে গ্রেফতার করে।
ধৃতদের নাম সিরাজুল সেখ ওরফে বাবু অপরজন আবদুল্লা সেখ।পুলিশ সুত্রে জানা যায় রাতে পোতারপাড়া বাসস্ট্যান্ডে বাইক নিয়ে ওই ২ ব্যাক্তি দাঁড়িয়ে ছিল হেরোইন পাচার করার উদ্দেশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে পলাশীপাড়া থানার পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে।
এই ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানান, পুলিশ নেটওয়ার্ক ধরে এ বিষয়টি জানতে পারে যে হেরোইন পাচার হবে। নাকাশিপাড়া এবং পলাশীপাড়া থানার পুলিশ অত্যন্ত সতর্ক ছিল।
যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা এই বাজেয়াপ্ত হেরোইন অন্য কাউকে হস্তান্তর করার উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়েছিল।
পুলিশ খবর পেয়ে তাদের গ্রেফতার করে। এই ঘটনার সাথে আরো কোন বড় চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে এত পরিমান হেরোইন ঠিক কোথা থেকে কোথায় বাজার করা হচ্ছিল তারও তদন্ত শুরু হয়েছে।