প্রায় ছয় মাস পর দেশে ফেরা সোনালী খাতুন, চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: বৃহস্পতিবার ১১,ডিসেম্বর :: প্রায় ছয় মাসের দেশান্তরের দুর্ভোগ ও অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে নিজের মাটিতে ফিরলেন বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন। জানা গেছে, গত ২৬ জুন অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

তারপর থেকেই নানা আইনি জটিলতা ও পররাষ্ট্রে আটকে পড়েন তিনি এবং পরিবার। গত ৫ ডিসেম্বর (শুক্রবার) মালদা সীমান্ত দিয়ে দেশে ফেরেন সোনালী খাতুন ও তার ছেলে।

পরদিন ৬ ডিসেম্বর শনিবার বীরভূমে পৌঁছেই শারীরিক অসুস্থতার কারণে অন্তঃসত্ত্বা সোনালীকে ভর্তি করা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে টানা কয়েকদিন চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।

বুধবার সন্ধ্যায় সোনালী খাতুন নিজের বাড়ি পাইকরে ফিরে আসেন। দীর্ঘ অনিশ্চয়তার পর দেশে ফিরতে পেরে তিনি এবং তার পরিবার স্বস্তির নিশ্বাস ফেলেছেন। যদিও সোনালীরা দেশে ফিরেছেন, এখনও বাংলাদেশে আটকে রয়েছে পরিবারের আরও চারজন সদস্য।

সোনালী খাতুন ও তার পিতা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে পুরো ঘটনার বিস্তারিত জানিয়েছেন। দীর্ঘ ছয় মাসের দুঃস্বপ্নের মতো অভিজ্ঞতা, সীমান্তের অপমানজনক পরিস্থিতি থেকে শুরু করে দেশে ফেরার অনুভূতি সবকিছুই উঠে এসেছে তাদের কথায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 15 =