নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: মঙ্গলবার ৬,মে :: প্রায় মাস খানেক ধরে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে চুঁচুড়া-মগরা ব্লকের কোদালিয়া ১ পঞ্চায়েতের সিংহিবাগান নতুনপাড়ায়। চিকিৎসায় ৫ জনের টাইফয়েড ধরা পড়েছিল। বিষয়টি জানতে পেরে নড়েচড়ে বসে ব্লক স্বাস্থ্য দফতর। গত মঙ্গলবার ওই দফতরের পক্ষ থেকে এলাকায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
সেখানে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পানীয় জলের নমুনাও সংগ্রহ করে ‘নাইসেডে’ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। জলের রিপোর্ট না এলেও রক্ত পরীক্ষায় ১৬ জনের টাইফয়েড এবং ১ জনের ডেঙ্গি ধরা পড়ল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে রবিবার ছুটির দিনেই এলাকায় যান মহকুমাশাসক (সদর) স্মিতা সান্যাল শুক্ল।
ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ (মৎস্য ও প্রাণী) নির্মাল্য চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ (স্বাস্থ্য) তনুশ্রী চট্টোপাধ্যায়, পঞ্চায়েত প্রধান সুকান্তকুমার ঘোষ প্রমুখ। মহকুমাশাসক বলেন, আশা করছি দু-তিন দিনের মধ্যেই পানীয় জল পরীক্ষার রিপোর্ট হাতে চলে আসবে।
আপাতত সকলকে সাবধানে থাকতে বলা হয়েছে। আক্রান্তদের বাড়িতে রেখেই চিকিৎসা চলছে। তনুশ্রী বলেন, নাইসেডের রিপোর্ট এলে সেইমত ব্যবস্থা নেওয়া হবে।